এলজি ভি২০ স্মার্টফোন ৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে উন্মুক্ত হতে চলেছে। স্মার্টফোনটিতে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড নোগাট চালু করতে যাচ্ছে এলজি। এখন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ডিভাইসেই প্রথম কোয়াড ডিএসি যুক্ত করতে চলেছে এলজি।
গত বছরের অক্টোবরে উন্মোচিত হওয়া এলজি ভি১০ স্মার্টফোনে ৩২বিট ডিএসি বিদ্যমান ছিল। এলজি বর্তমানে স্মার্টফোনে ইউজারদের প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছে। এ বছরের প্রথম দিকে দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জি৫ স্মার্টফোনে হাই-ফাই মডিউল সৃষ্টির জন্য ব্যাং এ্যান্ড ওলুফসেনের সাথে কাজ করেছিল। তবে সিউলের সংবাদমাধ্যমগুলো জানায়, এলজি ভি২০ স্মার্টফোনগুলোতে কোয়াড ডিএসি যুক্ত করার জন্য আবারও ইএসএস এর সাথে চুক্তি করছে।
এলজি প্রেসিডেন্ট জুনো ছো বলেন, স্মার্টফোন বাজার উন্নত হওয়ার সাথে সাথে মানুষ এখন আর দ্রুতগতির প্রসেসর এবং বড় ডিসপ্লেই দেখে না। সেখানে ভালো মানের অডিও এবং উন্নমানের মাল্টিমিডিয়া কম্পোজিশনও জরুরী হয়ে দাঁড়িয়েছে। এলজি ভি২০ স্মার্টফোন পূর্বেকার জি৫ স্মার্টফোনের মডিউলার ডিজাইন এবং ক্যামেরা মডিউলে বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। এলজি ভি২০ স্মার্টফোনের ক্যামেরা মডিউলের নিচে পাওয়ার বাটনসহ ভলিউম রকার থাকবে বলে শোনা যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন