উত্তর কোরিয়ার সরকার নিজেদের সীমান্ত আরও মজবুত করছে ও চিনে নিজেদের গুপ্তচর সংস্থার লোকদের পাঠিয়েছে, যাতে দেশ থেকে উত্তর কোরিয়ার জনগনের পালানো বন্ধ হয়, খবর দিয়েছে রেনখাপ সংবাদ সংস্থা, মন্ত্রীসভার উত্স থেকে পাওয়া খবর হিসাবে.
উত্তর কোরিয়ার সীমান্ত এলাকার সেনাবাহিনী সম্পূর্ণ ভাবেই যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে যারাই পালানোর চেষ্টা করবে, তাদের সকলকেই গ্রেপ্তার করা সম্ভব হয়. সীমান্তে ২৪ ঘন্টা নজর রাখা হচ্ছে. তাছাড়া, উত্তর কোরিয়ার প্রশাসন চিনে নিজেদের এজেন্টদের পাঠিয়েছে, যারা চিনের পুলিশের সঙ্গে সহযোগিতা করে চিনের ভেতরে কোরিয়ার পলাতক নাগরিকদের খুঁজবে. শীতকালে বিশাল সংখ্যায় উত্তর কোরিয়া থেকে মানুষ পালিয়ে চিনে চলে যায়, তুমানগান ও আম্নোক্কান নদীর বরফের উপর দিয়ে হেঁটে পার হয়ে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন